ফিরে এসো,
ফিরে এসো আকুল বাতাসে,
ভাঙ্গা বিশ্বাস জুড়ে,
দিকশূন্যপূরে।


ফিরে এসো।


জরাজীর্ন অস্তিত্বের
গলিঘুঁজি পার হয়ে
উদাস সকালে,
কিম্বা মাধবীলতা
ছোঁয়া কোন
অবুঝ খেয়ালে,
ফের ভালোবেসো


ফিরে এসো।


না বোঝা চিঠির মায়া
এখনো তো
ছড়ানো ছেটানো,
কিছু কিছু খুনসুটি
কিছু অভিমান জানি
যাবে না ফেরানো,
স্নানঘরে ঝরে চলা
নগ্ন জলের ফোঁটা
দেখে নয় হেসো,


তবু ফিরে এসো।


কখনো ঝাপসা হব
সময়ের প্রশ্রয়ে
আলগোছে ছোঁব
শেষ স্বপ্নবিলাস।
ভরসা হারিয়ে গেলে
ইতিউতি খুঁজে নেব
ঝরে যাওয়া
রক্তপলাশ।
মন যদি ভালো থাকে
হেয়ালীর বাঁকে,
ভালো লাগে অযাচিত ক্লেশও।
এসো একবার শুধু


ফিরে এসো।