রবি ঠাকুর রবি ঠাকুর
আটটা দশক, অস্ত গেলে
এ দেশ এখন আছে কেমন
লাগবে ভালো জানতে পেলে?
শোনাই তবে রাগ কোর না
দেখছি যেমন বলছি সেটা,
তোমার নামে কুৎসা লিখে
ভন্ড লেখকরা কেউকেটা
জাতীয় সঙ্গীত শুনে আর
উঠছে কোথায় বুকটা ফুলে
বঙ্গ গেছে রঙ্গ দেখে
নাচছি বাংলা মাথায় তুলে।
তোমার লেখার লাইন ঝেড়ে
ফেসবুকেতে স্ট্যাটাস রোজই,
তোমায় ডাকি টেগোর বলে
উইকি ঘেঁটে তোমায় খুঁজি।
গলির মুখে ঝুলছে সুখে
ভুল বানানে তোমার লেখা,
নেতার ছবি তোমার মাথায়
পঁচিশ বাইশ পাচ্ছি দেখা।
তোমার গানে ট্র্যাফিক চলে
তোমার গানে ঢিন-চাক আজ,
ভান করি হায় ভক্ত বেজায়
করলে প্রশ্ন বিন মেঘে বাজ।
এমনি করেই চলছে এ দেশ
পথ ধরেছি অবক্ষয়ের,
উপর উপর বেজায় খুশি
কোথাও যেন আছি ভয়ে।
হিন্দি ঘেঁষা বাঙরেজিতে
বুকনি মেরে দিন কেটে যায়
বাইশ এলেই রবি ঠাকুর
তোমার কথা তবু ভাবায়।
দুঃখে তোমার কাব্য সহায়
তোমার গানে নিজেকে পাই,
তোমার সুরের মূর্ছনাতে
জীবন এসে সামনে দাঁড়ায়।
মনের কথা বলছি শোন
অনেক আছে আমার মত,
তোমার আলোয় পথ খুঁজে যাই
তোমার কথাই যে শাশ্বত।