আজকাল বুঝি কবিতার সাথেই থাকো?
অঢেল সময় দাও তাকে, হিমাদ্রি...
আজকাল তোমার কবিতা লাবন্যময়ী,
ডুরে শাড়ি,
খোলা চুল, দুহাতে কাঁচের চুড়ি, দৃষ্টিতে ভালোবাসা...
দেখলেই মন কেমন কেমন।
হঠাৎ হঠাৎ করে যখন ভেসে ওঠে মুঠোফোনে
অবাক হয়ে দেখি।
দেখি তোমার বুকের দুরন্ত তিস্তা কেমন করে পোষ মেনেছে,
কেমন করে তোমার চটজলদি
এলোমেলো হাওয়ায়
পাল উড়িয়ে ভেসে পড়ার ভাবগতিক
আটকেছে আঁচল পেতে, জড়িয়েছে তোমায় আষ্টেপৃষ্ঠে
তোমার কবিতা।
যখন সাঁঝবেলায় শাঁখে ফুঁ পড়ে...
তুলসিতলায় পোকা ওড়ে মরার আশায়...
যখন ওই দূরে
ভেসে যায় বাউল গানের ভেলা,
ভালোবেসে পাখিরা ঘুমায়...
তখন তুমি তোমার বানানের কচকচি, বোকা ক্যামেরাটা,
পাগলামো আর কলকাতা, সব ছেড়ে
পাড়ি দাও তিস্তার পারে...
ফুটফুটে জোসনায় ডুব দিয়ে তুলে আনো
এক গোছা ভাষার শালুক,
নিজের হৃদয় থেকে, আনমনে...
শুধুই কবিতার জন্য...