হাঁসজারুটা খুব মজারু হাসছে কেমন বিটকেলে,
শুধোই গিয়ে “হচ্ছেটা কি? মার খাবি রে খিটকেলে?"


বললে হেসে, “পাগলা দাশু গান ধরেছে খুব হেঁচে,
বুক পকেটের রুমালখানা বেড়াল হয়ে কামড়েছে।


তাই না দেখে কাতুকুতু বুড়ো রেগেই ধুন্ধুমার,
এমন দিলে সুড়সুড়ি যে বিল্লি হেসে পগার পার।


হেড অফিসের বড়বাবু মারল ক্ষেপে শক্তিশেল,
গঙ্গারাম আর চন্ডীদাসের খুড়োর তাতে সাঙ্গ খেল।


কুমড়ো পটাস ট্যাঁশ গরুতে ট্যাঙ্গো নাচে ঠ্যাং তুলে,
বোম্বাগরের রাজা বলেন দুই ব্যাটাকে দাও শূলে।


বন্দ্যো মশাই গন্ধ চেটে বলেন বড় ভেজাল ভাই,
টক মিষ্টি কিছুই তো নয় আকাশ খেতে যাচ্ছেতাই।


এসব দেখে রামগরুড়ের ছানাও নাকি ভয় পেয়ে
শিবঠাকুরের আপন দেশে শিখছে হাসি দই খেয়ে"।


রেগেই বলি “তোর তাতে কি?দাঁত ক্যালানো অর্বাচীন”
“বলেন যে কি, হাসবো না আজ?আজ যে ওনার জন্মদিন”


চমকে উঠে দুহাত জুড়ে মুন্ডু ঝুঁকাই ছন্দরাজ
সুকুমারের জন্মদিনে সব ক্ষ্যাপার আনন্দ আজ।