তারপর একদিন,
চৌমাথা পার করে ঘর খুঁজে থিতু হওয়া বাকি,
আটপৌরে দিন কালে, অ-সুখের ডাল পালা
ইতিউতি বেড়ে ওঠে নাকি।


বোঝানো কঠিন বড়,
ঠিক সাজা যত ভুল নিজেকে বোঝানো বারে বারে,
দিন দিন প্রতিদিন বাউল বাতাস এসে
ফুসলিয়ে যায় চুপিসারে।


তারপর একদিন,
ব্যথা ছড়ানোর আগে অনায়াসে গলা টিপে ধরা,
অদেখা সবার ফাঁকি, দুচোখ বন্ধ রাখি
দেয়া কথা ভোলার সবেরা।


বিশ্বাস অবিশ্বাস,
কিছুই লাগে না ভাল, উড়ে যায় সুখের পালক
লুকনো সজল চোখ, চেনা বা অচেনা লোক
সকলেরই হোক ভাল হোক।