বলি ওহে কবি ভায়া পদ্যের খরা কি?
ছন্দ ও মাত্রারা দিচ্ছে না ধরা কি?
নিমের দাঁতন বুঝি হল খাসা পেনটা
রাজ পথ দূর অস্ত হারিয়েছে লেনটা?
তাহলে বলেই ফেলি শুনুন মন দিয়ে,
ওভাবে হবে না কিছু, নতুন ফন্দি এ
বলছি আঁটুন দেখি কষে কটি বন্ধন,
বেশি নয় দিন সাত রাখুন অরন্ধন।
চলবে শুধুই জল আর তাল মিশ্রি
চান টান করা বাদ, ভেজা বড় বিশ্রী।
শীর্ষ আসনে যেন কাটে তিন ঘন্টা,
কাতুকুতু প্রাণায়ামে বিজি থাক মনটা।
সাত্ত্বিক ভাবনায় নিন ভরে চিত্ত
পেটে যেন হয় নাকো অম্বল পিত্ত।
ঘুমোবেন হাঁটু মুড়ে নৈঋতে মস্তক
দরজা খুলতে মানা, দিলে কেউ দস্তক।
খেলবেন কিৎ কিৎ ঠিক ভর দুপুরে
জপুন চালিসা যদি কাটে পথ কুকুরে।
ব্যাস, মন দিয়ে এই করে যান সাত দিন
তারপরে লিখবেন কবিতাই রাত দিন।
অষ্টম দিন যেই ভোরবেলা উঠবেন
কাব্যের ভিয়েনেতে টগবগ ফুটবেন।
অ্যাকাডেমি, আনন্দ, বলে দিই বলে পষ্ট
খ্যাতির বোঝায় হতে পারে মাথা নষ্ট।
পাশে আছি হরদম, ডাকবেন চাই তো,
স্বভাবেই উপকারী, করি না বড়াই তো।