আবহসংগীত
      কলমে-অতনু নন্দী  


নরম সকালের রোদে শুয়ে আছি
প্রিয় নদীর বুকে
বুকের পাঁজরে এসে জল আছড়ে পড়ে , ঠিক যেনো হারিয়ে যাওয়া পুরনো ছন্দ


বেহায়া প্রেমের মতো বারবার ফিরে আসি নদীর বুকে , চুম্বন করি । মেখে নিই বৌঠান রোদ ।


বিরহী খবরের তরঙ্গ তুলে বয়ে যায় জলধারা , ঠিক যেমনটি আগাছা চুন খসিয়ে  চলে সম্পর্ক এর দেয়ালে ।


প্রেমিক মেঘের নীচে,
বালুচরময় গড়াগড়ি দেয়
আর এক আহত প্রেমিক , যার শরীর জুড়ে রবি ঠাকুর ।


অভাব , আর বুকে বয়ে নিয়ে ব্যর্থ কবিতার পাণ্ডুলিপি


মা , তুমি আমায় বুলবুলি গানে শান্ত হতে শিখিয়েছিলে
তবু্ও দেখো আমি পুড়ে যাচ্ছি
নিহিত শিশিরে।