ছায়াচ্ছন্ন মন, তাই জীবন ও  বিলাসিতাহীন |
তবু দেখি , দেখিয়ে চলে নিউজ চ্যানেল, দেখে চলেছি বিভিন্ন মিডিয়া তে,
ছোট থেকে ছোট হয়ে আসছে পোশাক!


দীর্ঘতর হচ্ছে এদিকে  বুনো আঁধার, অথচ
কি তীব্রতর আলোর ঝলকানি... |


আকার আর নিরাকারের লড়াই
নিয়েই  মশগুল সকলে আমরা, কি মালবাজারের চায়ের দোকান  কি ইসরাইল
ছবিটা সর্বত্র এক |


কবে যে মানবতার ধর্মে র কাছে
ফিকে হবে রাম কিংবা রহিম, তার প্রহর গুনছি অনাদিকাল ধরে |


পান্তা ভাত আর নুনের ইতিকথা ভুলে সেদিন আমি পতাকা তুলবো |


না, সত্তর বছরের ও বেশি আমাদের স্বাধীনতার ইতিহাস
আমি  পতাকা তোলার কোনো মঞ্চে যাই নি... আজও!


চারিদিকে এই  রক্ত রক্ত খেলা,


আমি ডুবে যাই এসব দেখে দিবা ঘুমের দেশে !
পাশের গ্রামের  ভিটেটির ওপর একদিন দেখেছিলাম পতাকা দিয়ে ঢাকা  একটি লাশ...


জানতে চেয়েছিলাম, এতো রক্ত কেনো ভাই?
কেউ উত্তর দেয় নি |


না,  চায়ের দোকানের কালু দা থেকে
পাড়ার দেশ নায়ক
কেউ উত্তর দেয় নি | নিশ্চুপ সকলে | একটা গুমোট বাতাস,
এসকল স্মৃতি নিয়েই বাঁচি | তবু দেখি , আসাম দেখানো হচ্ছে...
কখনো কখনো মাদ্রাসা দেখানো হচ্ছে
বোকা বাক্স তে !


এতো রক্ত, এতো গুমোট বাতাস, এতো নিয়ন আলোর ঝলকানি,
অথচ কাউকে ছবি আঁকতে দেখছি না
যে ধর্মতলার মেট্রো র সামনে ক্যানভাসে আঁকছে এমন একটা ছবি -
যেখানে রাম নেই, রহিম নেই, আঁকা হচ্ছে 'মানবতা'!