ও পাড়ায় বৃষ্টি হয়েছে আজ!
কতো দিন হয়ে গেলো ফোনে বৃষ্টির টুপটাপ আওয়াজ
শোনাও নি তুমি আমাকে ।


হলুদ হয়ে আসা ঘাসের বুকে,  তবুও বাঁচতে হয়!  
ফুল  না ফুটুক ,বসন্ত আসে কালের নিয়মে ।  আজও বসন্ত উৎসবে আমি রবি ঠাকুর পাঠ করি , তুমি জানতে,  আমার প্রথম ভালোবাসা  তুমি ও শেষ প্রেম, শুধুই  কবিতা ।


রোজনামচায় বয়ে  চলা বাবা শুধু বুঝলেন না আমায় ,
অন্তরা'ও নৌকো হয়ে ভেসে যেতে চেয়েছিলো প্রিয় নদীটির বুকে ।


হারিয়ে যাওয়া কলেজ দিন , ছাতিম ফুলের গন্ধ , পুরনো স্মৃতি গুলিই আজ সম্বল ...আমার কাছে ।


আজ তোমার অন্তরা প্রতিবাদী হয়েছে
কাট মানির ..প্রতিবাদে সপ্ত সুরে  ফেটে পড়ে অডিটোরিয়াম , চেয়ে থাকি দর্শক আসনের দিকে অপলক  , শুধু তুমি নেই আজ ...


(উৎসর্গ :-প্রিয় বাচিক শিল্পী অন্তরা কুন্ডু কে )