পাখিদের বুকের কাছে কিছুক্ষন বুক মিলিয়ে থেকো, কাঠিন্য ধুয়ে যাবে লজ্জায়, চোখের অশ্রুবিন্দুতে |


কিংশুক মাঠ ধরে একটা দিন মাঠের আল দিয়ে নগ্নপায়ে হেঁটে ফেরো, কৃষকের কষ্ট অনুধাবন করো জীবনের একটা দিন,.


তোমার আদিমতা সেদিন লজ্জার কাছে গুমরে গুমরে কেঁপে কেঁপে উঠবে |


রোদ কে বারান্দা থেকে ফিরিয়ে দিও না,
দেওয়ালে পিঠ থেকে যাবে, পারতো
তার আগে একটু মাটির ঘ্রান নাও |