বেলা পড়া সন্ধ্যা তে মাটির ঘরটা,  
রাজভিষেকের মতো শঙ্খ নিদানের অবস্থায় থাকে না |


গোটা ঘর জুড়ে খেলে বেড়াচ্ছে একটা চাপা অন্ধকার,
কাঁচা দুধকলা  দলাপাকিয়ে উঠছে
বিলগ্নিকরণের গন্ধতে  |


সোহাগী চাঁদ জানালা দিয়ে এসে
ছটা দিয়ে যাচ্ছে ভাঙা  বিছানায়, সেখানে একগাদা বই..
ভূপেন্দ্রনাথ দত্তের বিবেকানন্দ,  
কিংবা শিবপুরান
দিনাতিপাতের শেষে প্রতিদিন ধুলো মুছি, তবুও আইপ্যাডে র যুগে এগুলিকে
সংস্কার স্মরনিকার কবর বলে মনে হয় |


(রচনাকাল -22/11/2019
সময় -05:30 a.m)