স্বরচিত কবিতা - আমাকে ভালোবাসার পর


আমার উপর কোনো অভিমান থাকলে সেটি  পেলে পুষে বড় কর ।
যেমন  বড় ঘুর্নিঝড় হলে সমুদ্র উপকূলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়!


সংসারে মন না বসলে উদাস হয়ে ঘুরতে বেরিয়ে
কোনো প্রেমিক জুটিকে দেখে হিংসে হলে ,
রিকশা ছেড়ে একা একা হেঁটে হেঁটে মনের ঝাল মিটিয়ে
সারা শহর ঘুরিও!


ধর, এমন কোনো কাজ করে ফেলেছি সেটি তোমার পছন্দের নয়। তাহলে  তুমি এমন কিছু কর যেটি আমি সবসময় খুবই অপছন্দ করি ।
না থাক, তুমি বরং যা ইচ্ছে তাই কর।


মান না ভেঙে শুতে গেলে, আমার সাথে এক বিছানায় ঘুমোতে ইচ্ছে না করলে,  ছাদে উঠে নিঃসঙ্গ চাঁদকে সঙ্গ দিয়ে খোলা আকাশের নিচে জেগে জেগে বাকি রাতটা ভোর করিও!


আমার উপর খুব রাগান্বিত হলে, আমাকে দুচোখে দেখতে ইচ্ছে না করলে,
সংসারের সব জিনিস ভেঙে চুরমার করার পরেও মনে শান্তি না পেলে,
তুমি বরং আমার নামে দুটো কুকুর পুষো!
রোজ রোজ তাদের রুটিন করে বকা দিও।


আমাকে ভালো না লাগলে ভুলে যেও।
ভুলে যেও, সুখময় অতীত।
আমাকে ভালোবাসতে ইচ্ছে না করলে  ঘৃণা কর।
না থাক, তুমি বরং আমাকে ভুলেই যেও।