শ্রাবণের প্রথম সন্ধ্যায়
আকাশের দিকে অপলক তাকিয়ে কামনা ,
অঝোর ধারায় বৃষ্টি নামুক।


বৃষ্টি জলে ধুয়ে যাক ছিল যত গ্লানি
প্রাণ ফিরে পাক এ নির্জীব ধরা।


আঁধারের বুক চিরে  বৃষ্টি নামুক।
মেঘ ভেসে যাক দূর দিগন্তে।
বৃষ্টি ফোঁটার শীতল আলিঙ্গনে তপ্তদেহে শ্রান্তি আসুক।


মেঘের খামে প্রিয়জনের চিঠি ভেসে আসুক।
কাঁপা কাঁপা গলায় উচ্চারিত  শব্দগুলো ছবি হয়ে ভাসুক।


বিরহী মন উতলা হোক।
টিনের চালে বৃষ্টির টুংটাং শব্দে মন আনচান করুক।
ভগ্ন হৃদয় প্রিয়জনের সান্নিধ্য পাবার আশায় জেগে উঠুক।


রিমঝিমিয়ে বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক রিমঝিমিয়ে
ললনাপ্রিয় কদম ফুটুক!


ঘোর বরষা নামুক এ ধরায়,
উতলা মন হারিয়ে যাক বৃষ্টির ঝমঝমানিতে।


প্রাণ খোলা বরষায় নেয়ে নিক অশান্ত ধরা
সজীব জীবন্ত হোক এ চারিধার!