আমি ভালোবাসি আমার বাংলাদেশ,
যে দেশ অজস্র শহিদের রক্তে রঞ্জিত।


আমি ভালোবাসি আমার বাংলার সবুজ বন,
যার সমারোহে চোখ জুড়িয়ে যায়!


ভালোবাসি বাংলার পাখপাখালি,
যার সুরেলা কণ্ঠের কলকাকলিতে মুখরিত চারিধার!


আমি ভালোবাসি বাংলার দিগন্ত জোড়া সবুজমাঠ,
যে মাঠে চরে গরু; রাখাল বাজায় বাঁশি আপন সুরে!


ভালোবাসি বাংলার ধানক্ষেত,
আর ক্ষেতের ভিতর দিয়ে বয়ে চলা মেঠো পথ।


আমি ভালোবাসি বাংলার প্রতিটি নদী,
যা চিকন সুতোর মত এঁকেবেঁকে চলে!


আমি ভালোবাসি বাংলার আকাশ,
আর আকাশে ভেসে চলা সাদা তুলোর মতো মেঘ!


আমি ভালোবাসি বাংলার বাতাস,
যে বাতাসে জুড়িয়ে যায় ক্লান্ত পথিকের শ্রান্ত দেহ!

আমি ভালোবাসি আমার বাংলা মায়ের মুখ,
যেখানে খুঁজে পাই পরম শান্তি আর অজস্র সুখ!