যবে দেখেছিনু প্রথম বেলায়
মন করেছে হরণ
তবে থেকে শয়নে স্বপনে
শুধু তুমি তুমি আর তুমি।


তুমি রক্ত সিক্ত অশ্রু সুসজ্জিত ফুল
তব সুশোভিত পাপড়ি গুলো মোরে করেছে ব্যাকুল।


সব নদীতে বহেনা স্রোত
সব পাখি গাহে না গান।


তবুও তোমার লাগি আমার মন পাখি
কিছু বলতে চায়।


তোমায় নিয়ে আমার যে উৎকন্ঠা
সেই আমার কবিতার ভাষা।


আমার কবিতায় নেই কোন ছন্দ
রং স্বাদ গন্ধ
যা দিয়ে তোমায় করবো মুগ্ধ।


শুভ বিদায় শুভ ক্ষণে
তুমি রবে চির স্মরণে।