কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়,
না হয় থাক তারা অনবরত কামনায়।


বসনহীন খোলা আলগা বুকের উষ্ণতাটা,
না হয় অননুমেয়ই থাক।


তৃষ্ণার্ত হৃদয়ের ব্যাকুলতা বোঝাতে
না হয় বাকিটা সময় চলে যাক।


কিছু স্বপ্ন কিছু কিছু আশা বাস্তবতার
অতলে তলিয়ে নিরবে হাতড়ে মরে।


কামনার তীব্রতা শীতল হতে হতে
পুনরায় তীব্র হয়ে ঝরে।


পোড়া হৃদয়ে এক ফোঁটা জল কতটা প্রয়োজন,
জানে দু'জনে তবু করেনা সে আয়োজন।


আজ হোক না কবিতায় কথোপকথন!
ঘুমানোটা কী এতোটাই প্রয়োজন!


হোক তবে কবিতার আয়োজন,
নাঘুমানোর দলে নাম লেখালাম দু'জন।