তোমার আকাশে আজ শত তারার ঝলকানি
আর আমার আকাশ কালো মেঘে ঢাকা!


তোমার সুবিশাল সাম্রাজ্যে আজ হাজারও নৃপতি
তোমার এ বিশালতার মাঝে আমি অতি সামান্য চুনোপুঁটি।


তুমি হাত বাড়ালেই ভালোবাসা উঠোনে হুমড়ি খেয়ে পড়ে
আর আমার উঠোন দীর্ঘশ্বাস ছাড়ে খাঁ খাঁ রোদ্দুরে!


তুমি চাইলেই ভালোবাসতে পার ইচ্ছে করে যারে
আমি জ্বলে পুড়ে ছারখার ভালোবাসার হাহাকারে!


তুমি ভালোবাস ভালোবেসে ভালোবাসা উড়াও নিজের মতো
আমি ভালোবাসা খুঁজি ভালোবাসা চাই ভালোবাসতে কত শত!


তুমি সরবে হাসো খুশিতে ভাসো ভালোবাসার জোয়ারে
আমি নীরবে কাঁদি কান্নায় ভাসি ভালোবাসা মাগি তোমার দুয়ারে!


তুমি ভালোবাসা পেয়ে ভালোবাসারে নিভৃতে কর লালন
আমি ভালোবাসা খুঁজি, তোমারে নাহি বুঝি হৃদয়ে বাড়ে জ্বলন!


কী আশায় বাঁচি কীভাবে আছি কখনো তা জানবে না
জানি এ ঘাটে তুমি আসবে না তোমার তরণি আর ভিড়াবে না!