আজও বাতাসে লাশের গন্ধ পাওয়া যায়,
আজও ধর্ষিতা নারীর আহাজারি শোনা যায়।


যে উন্নয়নের কথা বলে মুখে খই ফোটাই,
সে ঘর বৃষ্টির জলে ভেঙ্গে চুরমার হয়ে যায়!


আজও ক্ষুধার্ত রিকশাওয়ালার হাহাকার বাতাসে আসে,
আজও দিনমজুরের ক্রন্দনরত চিৎকার কানে ভাসে।


যে পেটের ক্ষুধা নিবৃত্তের তরে কারখানায় কাজ করে,
শোষকের ক্ষুধা মেটাতে শেষে লাশ হয়ে ঘরে ফিরে।


শোষিতের ঘামে গড়েন শোষক সুবিশাল অট্টালিকা ,
শোষিত সে তো নিঃশেষ হয় সুখ মরীচিকা ।


যে জন হারায় স্বজন সে জন জানে হারানোর বেদনা
আমরা শুধু শুনি লাশের সংখ্যা কত?
এটাই কী আমাদের কাজ লাশের সংখ্যা গোনা?


লাশ পোড়ার গন্ধে বাংলার আকাশ বাতাস ভারি হয়ে যায়,
সেই লাশকে মারিয়ে শোষক উন্নয়নের চাকা ঘোরায়।