নদী বয়ে চলে আপন মনে
জেলেরা ধরে মাছ অতি যতনে
শুধু তুমি নেই
কিছু নেই!


নীল আকাশে সাদা মেঘ এখনও ভাসে
সূর্যের হাসিতে পৃথিবীও হাসে
শুধু তুমি  নেই
কিছু নেই!


ফসলের হাসি দেখে কৃষক হাসে
কৃষাণীর হাসিতে মুক্তো ঝরে
শুধু তুমি নেই
কিছু নেই!


এখনও সূর্য ওঠে চাঁদও হাসে
নদীতে পাল তোলা নৌকা ভাসে
শুধু তুমি নেই
কিছু নেই!


পৃথিবীটা আছে সেই আগের মতো
সবকিছু চলছে ঠিক নিয়মেই
শুধু তুমি নেই
কিছু নেই!


এখনও আছে সেই দখিনা বাতাস
ক্লান্তদেহে এনে দেয় প্রাণ
শুধু তুমি নেই
কিছু নেই!