এখন আমার সাথে কথা বলতে তোর অনেক ভয় হয় তাই না?


অথচ একটা সময় গেছে আমার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকতিস!


কত রাত ভোর হয়েছে ফোনালাপে।
কথা বলতে বলতে তোকে লাইনে রেখেই কত রাত যে ঘুমিয়েছি তার ইয়ত্তা নেই!
অথচ ফোনের ওপারে হ্যালো হ্যালো করতে করতে একটা সময় তুইও ঘুমিয়ে পড়তিস!


আমাকে ভালোবাসি বলতেও তুই কতো লজ্জা পেতিস।  
অথচ তখন আমি কতো নির্লজ্জ ছিলাম!
ভালোবাসি কথাটি কতো সহজেই গরগর করে বলে ফেলতাম!


জানি আমার কাছে তোর চাওয়াটা খুব বেশি ছিল না।
এমন ছিল যে, তুই চাইতিস অল্প সময়ের জন্য হলেও একটু দেখা হোক, দেখা না হোক ফোনে অন্তত একটু কথা হোক।


আমি জানতাম না কেউ কাউকে এত্তো বেশি ভালোবাসতে পারে।
আমার জন্মদিনে তুই রোজা রেখে আমার জন্য মঙ্গল কামনা করতিস।
অথচ কতো সহজেই তোর জন্মদিনটা ভুলে যেতাম!


তোর ফেসবুক নামক সময় খেকো যন্ত্রটার পাসওয়ার্ড ছিলাম আমি।
কী আজব! সেই ফেসবুকেই  দিনের পর দিন ব্লক লিস্টে তুই!


যেই তুই একটা সময় আমার কাছে সহজলভ্য ছিলি  সেই তুই আজ কত দুর্লভ!


সময় মানুষকে চোখে আঙুল দিয়ে বাস্তবতা শেখায়,
সময়ের স্রোতে মানুষও নিজকে বদলায়!
বদলায় খোলস , পাল্টে যায় পরিবেশ।


আর এভাবেই অতৃপ্তি নিয়ে পরিসমাপ্তি ঘটে কিছু ভালোবাসার।
তারপরেও ভালো থাকুক ভালোবাসার মানুষ এবং ভালোবাসা।