জীবনের সব রঙ সত্যি ফ্যাকাশে হয়ে যাবে একদিন,
এ রঙিন পৃথিবীর আর কোনো কিছুই রবে না রঙিন।


মিছে আলো মিছে আশা,
থাকবে না ভালোবাসা।
পড়ে রবে শুধু ছায়া, স্মৃতি আর শুধুমায়া।


ভেঙে যাবে খেলাঘর, রয়ে যাবে বালুচর,
রবে না কেউ আপন সবাই হবে পর।


আশাগুলো মরীচিকা নিরাশার পাদটীকা
পূরণ হবে না আর  ঘটে যাবে যবনিকা!


যুবতীর চামড়ায় পড়ে যাবে ভাঁজ,
যতই সাজুক সে হবে না আর কাজ।