এইটুকুনি কুট্টি বুড়ি
মুখের কথায় ভাঙে হাড়ি।।
গায়ের থেকে মুখের কথায়
খইফুটিয়ে নাচিয়ে যায়।।
নিজেও নাচে নাচায় সবে
নাচতে তুমায় হবেই হবে।।
কূট্টি বুড়ির স্বভাব এটাই
বলবে বুড়ি নাচবে সবাই।।
কুট্টি বুড়ির নামটি এমন
ডাকবে সবাই যেইবা যেমন।।
জবাব সবেই সোজা সুজি
কুট্টি বুড়ি ভীষন পাজি।।
ছোট একটা শাড়ি পরে
কুট্টি বুড়ি বউটি সাজে।।
এইটুকুনি হাতগুলোতে
ভরিয়ে দেয় চুড়ি বালাতে।।
আঙুল তুলে শাসায় সবে
ভয় যে বাবা পেতেই হবে।।
নয়তো বুড়ি ক্ষেপেই যাবে
লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিবে।।
এই বুড়িকে ডরাই সবে
নয়তো বুড়ি শাস্তি দিবে।।
হয়তো লাঠির বারি নয়তো
লম্বা একটা ঝাড়ি।।
সারাটাদিন সবখানেতে
ফুটায় ফুলের ঝুড়ি-
কুট্টি বুড়িই গরম রাখে
আমার সাড়া বাড়ি।।