না মানুষ নয় ঠিক,
তারা আলো খোঁজে,
তাতে উত্তাপ খোঁজে
মানুষের ভাজে ভাজে  
নীল কালো রক্ত খোঁজে
তারা ভেজাতে হাত বুলায়,
তারা নিজেকে খোঁজে বেড়ায়।
পথে যেতে যেতে,
দলে একসাথে
পদতলে ফেলে যায় মানুষের ঘ্রাণ
বারে বারে চায়, খোঁজে যদি পায়
তাদেরই আপন প্রাণ।
বৃথা ঘরে ফিরে, নিজে জ্বলে জ্বলে
শেষে জ্বলে হয় ছাই,
চেয়ে দেখে পাছে, সব খোঁজা মিছে
সমগোত্রীয় নাই।