তোর স্বপ্ন বুণা গল্প
তোর অল্প অল্প স্বপ্ন
তোর ভালোবাসায় সূঁতায় বুণা ফুল
পড়ে গেছে মনে তুই আমার অন্তরে
তোর হাঁসি মাখা মুখটাই আমার সব।


তোকে লক্ষ্মী  বলে ডাকি
তোর কথাগুলো আঁকি
তোকে দেবী মেনে পূঁজা করে যাই।
তুই যে আমার আঁশা- সকল ভালোবাসা
তুই যে আমার ছোট্ট সেই বোন।


তোকে নিয়ে ভাবি
তোকে গল্প করে সাঁজাই
কোন কবিতায় তোকে রাখা যায়---
প্রজাপতির ডানায় তোর কথাগুলো আঁকা
সূঁয্যেরা ও হেঁসে পড়ে যায়।


তোর ভাবনা ভাবনা খেলা
তোর দুষ্ট মিষ্টি চলা
তোর ভাবনাগুলো আমায় বলে যায়
কানে কানে বলে
বইনটি আমার হাঁসে-
আবার --
আমায় দেখে চুপটি করে যায়।


সে যে মমতারই খেলা-ভালোবাসার মেলা
যত্নাকারে তোকে রাখতে চাই
এই বুকের পাঁজরে রাখছি যতন করে-
আমার ভালোবাসার পাগলী বোনটি কে।