আমি নীল আকাশে যাবো
তোমাকে ছূঁয়ে নিবো-
আমি হাজার পথ বেয়ে- তোমার খুঁজে আছি--
আমি বাতাসকে বলি আজও-
সে আমার প্রিয়া ছিল-
তাকে ফিরে দাও আমার বুকের মাঝে।


আমি বেসেছি ভালো তাকে- আমার মত
আমি সমুদ্রের কাছে যাবো-
নীল জলে ভেঁসে তাকে খুঁজে নেবো
সে আমার ভালোবাসা আগের মত
আমি শুনেছি তার গান-গেয়েছে আমার নামে
আমি রাধা হয়ে ফিরে এসেছি
   --- বলো ফিরে এসেছি
আমি দক্ষীণা সমীরনে
     তার ডাক শুনে শুনে
প্রজাপতির মত ভেঁসে বেড়াই।


আমি গিয়েছি জলে ভেঁসে
নোনা জলের তীর ধরে
তোমাকে ছূঁবো বলে দু' হাত মেলে
তুমি নিবে কি না বলো আমায়?
তোমার সঙী করে-
যেখানে যাবে তুমি- পাবে আমায়


আমি আকাশের গা হতে
কিছুটা নীল এনে
তোমাকে দেবো বলে সাঁজিয়ে রেখছি
তুমি- কিছুটা দেবে কি'না তোমার হতে- আমায়।
বলো দেবে কি'না?
আমি ভালোবাসি ভালোবাসি
তোমাকেই ভালোবাসি
বাতাসের কানে কানে বলে বেড়াই
দেখো- তোমার দেয়া মালা আজও শুকায়নি
রেখেছি যতন করে বুকের মাঝে।