গায়ে তার নীল পাড়ের শাড়ী,
কপালে লালটিপের ভাঁজ।
হাত ভরা তার রেশমি চুড়ি,
নয়নে কাজলের বাণ।
দু'হাত ভরিয়া পরম যতনে,
সাঁজিয়াছে নিজ সংসার।
শ্বাশুড়ি ডাকিয়া বলে,
বস এখানে তেল দিব তোর মাথায়।
খোঁপা করে দিব লাইলীর মতন,
বেণীতে দিব ফুল।
তুই যে মোর ঘরের লক্ষ্মী,
সাধ্য কি ভুলিতে তয়।
খেয়ে নিবি তবে যখন মন চায়,
আমলকি জাম তেঁতুলের আচার।
পরম যতনে করিয়াছি সবই,
শুধু,তোর চাহিদার লাগি।
শোণ,
সাঁঝের বেলায় ঘরের বাহির নয়,
অশুভ সব পেঁচার দল পিছু নিবে তোর।
কল্যাণ কর,হে রহমত আমারে দাও বর।