বৃষ্টি!এলো ঝুমঝুমিয়ে,
প্রাণের বাণে প্রেম
প্রজাপতির ডানায় দেখ,
শত রঙের প্রেম।

বকের ঝাঁকে বাবুই নাচে
বৃষ্টি বিলাস চেয়ে দেখে
আসল তবে পরান! কই
ডাকছে ওরে,আয় তবে।

বৃষ্টি! এলো বাতাস নিয়ে
বিলাসীর মন ভরিয়ে
কাঁদছে ওরে,আয় বুকারাম
জলের ছলে দে ইশারা।

বাবুই পাখি ডাকি বলে
বৃষ্টি এলো সুভাস নিয়ে
আয় চলে আয় নিজ ঘরে
শিশির মাখায় গায়।

বৃষ্টি!এলো পরশ নিয়ে
শান্তি যে আজ উদাস মনে
বৃষ্টি বিলাস ডাকছে তোমায়
হাত বাঁড়িয়ে ধর,পরান।