বৃষ্টি বিলাসী


নীলিমায় ভেঁসে বেঁড়াও,
হে মেঘমালা!
বৃষ্টির আগমনি দিয়ে যাও ডাক
কোনো এক বালিকার তবে,
সে আছে বসে তোমার তরে,
থরে থরে ফুল শয্যায়।
করে নাও আপন দু'হাতে তারে
ফুঁটায় ফুঁটায় বৃষ্টির জলে।
কিঞ্চিত দিও মোরে,
সমনয়নে- সমহৃদয়ে।