আমি আকাশ হতে আসি তোমায় ভিঁজাবো বলে,
আমি মুক্ত দানার মত ফোঁটায় ফোঁটায়;
তোমার কপালে তিঁলক এঁটে দেই
তোমার হৃদয় ছূঁয়ে দেই ভালোবাসায়
তাই,আমার নাম বৃষ্টি।
আমি কখনো কখনো ঝিরঝির হাওয়া নিয়ে আসি
তোমার কোমল রেশমি চুলের দোলা খাবো বলে,
তোমার পরনের নীল শাড়ীর আঁচল উড়াবো বলে
তাই তো আমি বৃষ্টির নামে  আসি তোমার কাছে;
তোমার ভালোবাসায় সিক্ত হতে, স্নিগ্ধ হতে।
আমি রুপালী জল নিয়ে আসি তোমার তরে,
তোমার প্রেমকে জাগ্রত করতে আর ভালোবাসতে
আমি তোমাকে ছূঁয়ে যাই মিষ্টি মাটির সুভাশিত গন্ধে;
দূর্বাঘাসের নরম বিছানায় শিশির হয়ে দানায় দানায়।
তোমার কোমল পায়ের একটি ছাপ চিত্র এঁকে যায়,
আমার হৃদয়ে- একটি মানচিত্র ভালোবাসার।
আমি আবার ফিরে যাই আকাশের পানে,
তোমার এঁটে দেয়া ভালোবাসার মানচিত্র নিয়ে
তোমার ভালোবাসা নিয়ে তোমার হৃদয় নিয়ে।