আমি দেখিয়াছি দু'দন্ড তাহাকে,
হাঁটিয়াছি বহুদূরের পথ;
নির্দভ সাগর হতে বির্দভ নগরে
শপদের চারু হাতে নিশুথি হোক,
তবু,শান্তির পথ খুঁজে নিবো অশোকের ধূসর পৃথিবী হতে।
চারুলতার হাতের পিদিমের আলো,
একদন্ড শান্তি দিয়েছিল;
সে বির্দভ নগরের চারুলতা।