নিশাচর মন হাঁটে অকারন
তবু দেখি তারে।


শূণ্য হৃদয়ে আছো গহীনে
সবটুকু উজার করিয়া দিলাম তোমায়,
দেখিতে পাও কি মনের জানালায়।


উড়ো মনে আজ উড়ছ তবে
বাঁকা নদীর বায়।


কাল সকালে জাগবে তুমি
স্বর্ন লতার শিশির ভেঁজায়।


উড়িয়েছ মন দক্ষিণা সমীরণে
ভেঁসে বেড়াবে কাঁশবনে।


ময়ূরের পাখায় উড়ো মনের কল্প
রেখে দিও যতন করিয়া,যাহার জন্য
মন কাঁদে।


উড়িতে উড়িতে বেলা শেষের গান
ভাটিয়ালি গান খেয়ে যায় প্রান,
রিক্ত হৃদয়ে ডাকছে আসো,
সোনালী নদীর বায়।


উড়ো উড়ো মন- কহিল কথা
আশায় কাঁদে নিরাশার কাঁথা।