কে তুমি?


কে তুমি- আমার অনুরাগী,
ধরিত্রীর বুকে অমিয় মধুর খনি।
কে তুমি হে মায়াময়ী- তন্দ্রাবতী,
উজ্জ্বল নক্ষত্র রোদ্দময়ী।
কার্তিকের নব্বান্ন হয়ে শিশির দানা,
মোর আঙিণায় এসে হে রমণী- মণি
পূর্ণ ইন্দু হয়ে এসো হে কুমুদিনী,
নব্বান্নের বায়ু হয়ে মোর শয়নে।
কে তুমি? হে মায়া- মণি,
মেঘের ভেলায় আচঁল রেখে ঘুমাও,
সূর্য্যদীপ্ত ছূঁয়ে যায় আলতো ছূঁয়ায়।
দক্ষীণের বায়ু গাঙচিলের ডানায় পূর্ণ ইন্দু।
কে তুমি?-নিশিকাণনে পূর্ণ মল্লিকা,
হৃদি মালঞ্চে ভরা পূর্ণিমা;
কুসুমকলি - নাকি যুঁথিকামালা।
তুমি কি? বিশ্ব মোহিণী,
নাকি সুধাংশুধারা হৃদপিন্ডে।
জগৎ মহামায়া পূর্ণিমাধারা;
প্রাণের নিভুত কুঞ্জে,
বিশ্ব বিমোহিণী।
কে তুমি? পথের সারথী,
পূর্ণ- পূর্ণিমার রাতে।