চারদিকে নাই নাই
কি নাই? কি নাই?
নাই তো, নাই!
ভাত নাই কাপড় নাই,
চাল নাই,ডাল নাই,
কৃষকের নেয্য মুজরী নাই,
ধানের দাম নাই।
পাই কই? সবই নাই,
মানচিত্র আছে,তাতে কি??
সবই নাই।
আছে সব কথার জুড়ি,
সবখানে জুয়াচুরি।
গল্প বলে নিজের করি
কি করছি কি করছি।
গল্প শুনে কান ভারী,
হায় হায়,হেঁসে মরি।