হাজার দুয়ারীর মাঝে
চার কোণা ঘর;
চোখের পলক খুলে,
দেখি তার রুপ।
সে অন্ধ আমি বোবা
হৃদয় স্পর্শে করি আদর,
জাগতিক সব কাম-ক্রোধ ভূলে।
আমি মানব; মহামানব নই,
ভূল আমার ও হয়
আমি তার ঊর্ধ্বে নই।