পরাণের গহীনে
             আতিফ আসলাম।


গহীনের ডাক শুনিয়া পথ হারায় যে জন
নসীবে তাহার কন্টক লাগিয়া বিধিবে ক্ষত
সরল পথ ছাড়িয়া যে জন খুঁজে বাঁকা পথ
ভাগ্য তাহার করবে খেলা সময় গুণে কয়।


পরাণের ডাক না শুনিয়া হাঁটে বাঁকা পথে
সর্প দংশিবে তাহার মনের মৃদ পথে
বুঝিতে বাকী কালে অকালে নিত্য নতুন পথে
হুঙকার দিয়া কাঁড়িয়া নিবে সরল মন।


সর্বনাশের শেষ অধ্যায় রচনায় ক্লান্ত হইয়া
বিচার করিবে কি ছিল ভালো মন্দ
সময় ফুরাবে শেষ হবে কালের ডাক
হণ্যে হয়ে খুঁজে ফিরবে অবহেলার ধন।


পরাণের গহীনে বাঁজবে যখন সুর
থাকবে না তখন হাঁরিয়ে যাবে স্বর
বুঝিবে তবে সময় গেলে কি ছিল ধন
পরাণের পরাণ কারিয়া নেয় দুষ্ট জন।