প্রিয় স্বপ্ন কেমন আছো!  
নিশ্চয় খুব হরষে আছে;


কিন্তু, সেটা যে আমার টিশার্টের বুতামে,
কালো সূঁতোয় গেঁথে গেছো।
আমি যতন করে, রেখে দিয়েছি,
আলত করে ছূঁয়ে দেখি প্রতিদিন।


কেমন আছো!


যদি জানতে চাও! আমি কেমন আছি,
একটি কথাই বলতে চাই।
উপন্যাসের শেষাংশ বলতে যেমন নাই,
আমি ঠাঁই সেই শেষের ঠিকানা পাই নাই।
তবে,বলতে পারি আমি আছি তোমার গৃহের এক কোণে।


সামনে রাখা ফুলদানির দিকে চেয়ে দেখো,
তোমার মনে পড়বে বেশ আছি কি'না?
কিন্তুু একটি বারণ আছে,কেঁদো না;
শুধু,বলো- তুমি ভালো থেকো।


কামনা মোর রইল তোমার তরে।