ডাকি সখা।
           আতিফ আসলাম।


কহিনু আমি কষ্মিণ কালে,
আমি মরি তাহার তলে।
বুঝিবে কি  সে?
কি যাতনা মোরে ধ্বংসিল বারে বারে,
আমি মরি নিজের ভূলে।


হৃদয় জোয়ার উজানে টানে,
কালো মেঘের দোলাচলে।
নিশি কাব্য হয়নি গাঁথা,
কহিল হৃদয় বালুচরে ডাকা।


চেয়ে দেখি ঐ দু'পায়ের পথে,
মোর হিয়া কি আসছে কাছে।
অন্ধ চোখ মোর তোমার তরে,
শূণ্যে ভাঁসে হৃদয়ের বাণ।


পথিক কহিল মোরে কি হে বালিকা,
কার তরে এত বৈরাগী হেতা,
স্বজন তোমার লুকায় কি বনে?
আমি বলি মোর অন্তর জুড়ে।


অর্জুন গাছের আঁচল ছাড়িয়া,
পান্তা জলে নুন ছিঁটাইয়া;
চেয়ে থাকি তোমার পথ পানে।
বৈশাখ এলো মোর হৃদয়পটে।