সকালের ঘুম ভেংগে দেখি,
এক টুকরো মেঘ উঁকি দিলো মোর প্রানে।
চেয়ে দেখি তারে মেঘের মিনারে,
কিনারে দাঁড়িয়ে ডাকে।

এক পশলা বৃষ্টির আমেজ,
ছূঁয়ে দিলো মন।
স্বপ্ন আমার হৃদয় কিনারে,
করিল বিচরণ।


কালে তাহার সুর শুনিতে পাই,
কালো মেঘের সুর সুর বাণী।
কাছে এসে বলে বন্ধু,তুই মোর,
ছিটাইয়া গেলাম শিশির।


দোলা চলে মন একটি শিশির বিন্দুতে,
নরল কোমল মনের গহীণে।
আঁচলে লাল পাড়- লাল চুড়ির বাজে,
ক্ষণিক উঁকি দিয়ে বলে,আমায় কেমন লাগে।