মানব কহিল জন্ম কি তবে মিথ্যা,
মিথ্যার কাছে সত্য বাণী কাঁদে অবিরত।কে বুঝে তাহা, তাহার মরণ কাছে
চন্ডাল কহিল কাঁদিয়া আমি নিম্নদেশে।
সাধু বলে হায়,জগৎ পুড়িল ক্রোধে,
সত্য যে আজ ধূলায় লুটিল চন্ডালেরই কাছে।
মুখে মুধুর বাণী অন্তর নিশি তারা,
সত্য বাণী কাঁদে, মিথ্যা বলে আমিই মহা জ্ঞানি।
শত জনম লইয়া মিথ্যায় চলে সমাজ,
সত্য বলে,শুণে রেখো ভাই,
আমি আসিবে তোমাদের তরে,
সত্যকে বুকে নিয়া।