তপসী
      আতিফ আসলাম।


দেখিনু আমি চোক্ষ চাহিয়া,
সূর্য্য বলে আলো কি আমার নেই?
কি করিয়া বলি তাহারে?
আমি যে এমন পথিক নই।


পথের ধারে শত ফুলের বাস,
পথিক কি তার সব রুপ দেখে?
আমি কুঁড়াইয়া নিলাম,
অচেনা এক ফুলের কলি।


       রুপ নয়,
গুণ তাহার গোলাপের চেয়েও বেশ;
আমি হই তাহার পূঁজারী,
সে আমার পূঁজার সামগ্রী।


        ভয় মরে পথিক,
অশুভ সব পেঁচার দল,
নিতে পারে কেড়ে তপসীর মন।
কভু হবে নাকো বিশ্বাস মোর হৃদয় পটে।


গোলা জানালায় দক্ষিণের মেঘ দেখি,
কখন আসবে ধেয়ে আমার মন কারিতে।
কালো মেঘের ডাকাডাকি সুর,
কানে বাঁজে,মোর তপসীর ডাক।


কে এলো,কে এলো খুঁজি ফিরি আমি,
একটি প্রজাপতি বসিলো ললাটে মোর।