জল পুকুর


         আতিফ আসলাম।


পথের ধারে ঐ তাল গাছটার নিচে,
অন্ধ দিঘী বলে খুঁঁড়োরা।
কেউ যেনো শুনেছিল,
জলের তলে ডাকছে এক ঐশ্বরি।


এ দিকে আয় বাচা সোনা মোর,
জলের তলে আমার বাস।
নিবি কি তবে সোনার খনি,
আছে মোর পায়ের তলায়।


খুঁড়োরা বলে জলের রং,
সাদা নাহি দেখি কভু!
জল যে তার কালো দেখি,
দুই নয়নের আলোয়।


পদ্ম ফুঁটা লালচে মাখা ডাগর ডাগর আঁখি,
হেলিয়া দুলিয়া বলে বেড়ায়,
কে নিবি আমায় - আয়।


লাল পদ্মের টানে আমিনা ছুটে,
ফিরে নাহি আসে আর।
বেলা গেলো বয়ে,
মায়ে ডাকে আমিনা তরা করে আয়।


সন্ধ্যে হলো আমিনা,না এলো,
পোষ্য ময়না বলে আমিনা বোন কোথায়?
খিদেয় আমার পেট পুঁড়ে যায়,
আমিনা বোন কোথায়?


মায়ে খুঁজে বাবায় খুঁজে,
খুঁজে পাড়াপড়শি!
ময়নায় বলে ছাড়িয়া দাও মোরে,
আমি খুঁজে আনি।


খুঁজিল সবায় বনবাঁদারে,
খুঁজিল পুকুর পাড়ে।
কে জানিত "জল পুকুরে আমিনার লাশ ভাঁসে।