আমি জগৎ পূঁজারি,আমি পূঁজার ফুল নই;
জগতের তরে কাঁদিয়া বেঁড়াই অশ্রু চোক্ষে নাই।
আমি গাহি তাহাদের গান যার বুকে আছে প্রাণ,
মরণ চোক্ষে চাহিয়া বেঁড়াই উন্মুক্ত নিত্যের কড়াই।


আমি শশীনা সম হৃদয় কান্ডারী মর্মে বহে প্রাণ,
সম হৃদয়ে তপ্ত হৃদয়ে কান্ডারী জাগোয়ার।
কুঁয়াশায় ডাকা বহৃির বাণে মন চুরির দেশে,
কত কাল যে রহিয়া বসে নিশীতসম কুঞ্জে।


সম হৃদয়ের নিষ্ঠুর মরিচীকা মর্মে বাঁজে সুর,
কন্ঠ তাহাদের আজীবন রহে নিম্নে ধরা তল।
কভু গাহিয়া বেঁড়ায় বিরহের সুর টানিয়া,
কভু তাহারা হাঁসে বক্ষে বিরহ নিয়া;অগ্নি তরা তলে।


আমি গাহি তাহাদের গান,
যাহারা বুঝিবে দূঃখের পাহাড়;
সম হৃদয়ের বেদনার সুরে।