সুধিতে হবে কাল,
মহাকাল যার কুদৃষ্টি।
সুধিতে হবে মন মনে যার কুবুদ্ধি,
পিছু লোকের পিছু টান,
পিছু তার মহাকাল
হীনমন্য দ্বীন কাল সুধিবে কি নয়ন বাণ।
হৃদয়ে যার কাল্যমল সে কি বুঝিবে মূল্য,
সময়ের চেতনায় অমূল্য সব বাণী।
তাহারা আজ দিগ্মবর স্বার্থপর মন্যে;
কইব কি আর সইব কি যাহা মিথ্যা রয়।
তয় কি মানুষ স্বার্থ বক্ষে বয়!
উলুবনে দুষ্টচক্র ছড়াবে মিথ্যারঝুড়ি।
তবে কি আর দূঃখ পা'ব,
যদি সত্যি রই।