যেওনা!মন ময়না,
আর যেওনা,দূর ঐ মেঠো পথে,


যেথায়!হে কন্টক আছে
বিধবে;কোমল পায়ে।


তোমার ঐ ডাগর আঁখি,
কাজল মাখা-হরিনী লাগে;


জানিতে;
কইব কথা,সইব ব্যথা,
দিল কাবাতে জানে।


একে ঐ চাহনি বাঁকা,ডাগর আঁখি;
মরছে,পথিক -নয়নের বাণে।
পথিকের;
নেই কোনো সার,মরছে পুড়ে,
মন ময়না, জানে।


ধরাতে এলো যে আজ পূর্ণিমার চাঁদ,
ফুঁটল গোলাপ বনে।
ঐ আঁখিতে কি যাদু জানো,
মরি হায় নয়ন ও পাতে।


পূঁড়ল যে আজ নরম কোমল,
সেই ডাগর  আঁখির বাণে।
যেও না!মন ময়না,
আর যেও না,ঐ মেঠো পথে।