হরেক রকম চাওয়া আছে,
সবার দেহ ও মনে।
মনের চাওয়া কল্পনাকে হার মানায়,
আবার কিছু চাওয়া আশার দেয়াল গড়ে।
সে যদি হয় অচেনা কেউ!


দেখি নাই তাহারে চোক্ষমেলিয়া,
তবু কেনো সে চোক্ষের মনির মাঝে বাস করে।
সে কি জনম জনম ধরে বাস করে?
তাহার চাওনি বাঁকা লজ্জাবতীর ন্যায় লাজুক।
সে আর কেউ নয়,
অচেনা কেউ মন হরিণী।


তাহার বাস কোন গাঁয়ে কেউ কি জানো?
জানে একজন সেও কি?
অচেনা কেউ, পথের দিশারী।
আমি খুঁজি অচেনা সেই মন ময়ুরী তপসী কে!


তাহার চোখ যুগল মায়বী মন হরিণী,
কাজল নেই, তবে কাজল কালো আঁখি।
তাহার বাস আর কোথাও নয়,
আমি যে বাস করি ঠিক তার পশ্চিম- দক্ষীণা কোণে।