শিমুল তুলির শিমুল গায়ের ঘোমটা পড়া বউ,
কয়েক দিন যে হয়ে গেলো দেখছে না তো কেউ!
ভাদ্র মাসে বিয়ে হলো কার্তিক চলে যায়,
পাড়া-পড়শী সবায় বলে নয়া বউ কোথায়।
লম্বা করে ঘোমটা টেনে উঠুনেতে হাটে,
বড়ুই গাছের বাবুই ডাকে ঘোমটা বউকে দেখে।
কানা কানি করে যে আজ কানাবগির ছা,
ঘোমটা বউয়ের শাড়ীর আঁচল একটু নিয়ে যা।