কে যায় গো গগণ তলে,
পায়ের ধূলোয় মেঠো পথে।
কার ঝিঁ গো ঘোমটা পড়ে,
যাচ্ছো বুঝি পতির বাড়ী।
শাখা-সিঁদূর আলতা পায়ে,
লম্বা করে ঘোমটা টেনে।


যাচ্ছো তবে যাও চলে,
আপন করে নিবে তবে।
অচেনা এক গায়ের ঘরে,
স্থায়ী হবে আপন মনে।
চেনাগুলো ভূলে গিয়ে,
জল আসে কি চোখের কোণে।


জন্ম তোমার বাপের ঘরে,
কত কাল করছো খেলা।
আদর সোহাগ ছিল ভরা,
মেয়ে বলে-ই এমন খেলা।
জন্ম তোমার বাপের ঘরে,
মৃত্যু, তোমার শ্বশুড়ালয়ে।