রুপন্তী!
আজ ভরা পূর্ণিমা,
চলো যাই ঝাউ বনে।
মুক্ত কুঁড়িয়ে আনি,
গলায় মালা পড়াবো বলে।
দেখো,না ঐ নীল আকাশ জুড়ে,
সাদা মেঘের ভেলা।
কত কাল যে দেখা হয় নাই,
তোমার আমার।
একটি চিঠি দিলাম,
মেঘের সাথে।
যদি পাও পড়ে নিও,
যত লুকানো কথা,
সব লিখা আছে।
জানি,পাবে হয়তো,
কোনো এক বিকেল বেলায়,
যদি সেটা শ্রাবণের বিকেল হতো।
কতই না,মজার হতো,তাই নাই?
কি লিখা আছে জানো কি?
জানবে হয়তো,যদি চিঠিখানা পেয়ে যাও,
দেখবে,লিখা আছে একটি শব্দ,
খুঁজি,আজও তোমায়!