পাবো না ব'লে আজ আর দূঃখ করি না,
আমি সাঁতার কাঁটতে শিখে গেছি,
নীল সাগরে- এপার- ওপার জয় করেছি।
কানাকানি করে যত সব গাঙচিল,
ওরাও চলে আমার সাথে,কেনো?
ওদের ও বেদনার পাহাড় আছে বুকে।
আমি জয় করি বুকে সাহস নিয়ে,
সে সাহসের উৎস তুমি,শুধুই তুমি।
আমি হেঁটেছি বনে একলা সনে,
পাইনি তোমার ছায়ার ছোঁওয়া।

শুনেছি নাম তরু লতার কানে,
বলে ফিঁস ফিঁস তোমার নামে।
আমার বুক ভরা আঁশা, কাঁদে মরুর বনে,
তোমাকে না পাওয়ার বেদনায়।
আমার বুকের টেঁউয়ের বেদনায় সব ভূলে যাই,
এই-পার হতে - ঔ -পারে বাদলা দিনে।
কূল ভেঙেছে আমার হৃদয়ের-তোমার হৃদয়ের নয়!
কাঁদবে তুমি-উড়বো আমি মরুর বনে।