চলে যাবে,  তবু কিছু রেখে গেলে;
স্মৃতির কিছু মিনার।
আমি দিলাম কিছু একলা ছায়া,
আমার হৃদয়, চোখ যুগল,আমার নিয়তি।
জল ছূঁয়ে গেলো নদীর কিনারায়,
ছূঁয়ে গেলো কিছু ঘাস ফুলের হৃদয়;
শালুকের ফুল,কলমিলতায়।


অপরুপ তুমি লাবনীর মাঝে কালো-নিশি রজণীতে,
আমার একলা ছায়া সাথী হয়ে আছে,
তোমার পিছু পিছু একলা ছায়ায় আঁড়ালে।

তুমি মিলিয়ে  গেলে, আমায় হতে  সত্যিই
কি?
ঐ তারার মাঝে!
জ্বলে উঠবে কি নিশিত রাতে?
দেখবে কি আমায় দূরের জানালায়?
তুমি চলে গেলে তবু থাকবে আমার,
তুমি চিরায়ত ভূমি!
তোমার অনুপস্থিতি হবে আমার একলা ঘর,
আমার বসতি।